শেরপুরের নকলায় বজ্রপাতে দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা ও চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হাসনখিলা এলাকার মন্নেস আলীর ছেলে রফিকুল ইসলাম অপি (৩০) ও রেহারচর এলাকার মৃত সিদ্দিক সরকারের ছেলে নাজমুল হক…